ভেবেছিলাম ভালোবাসব।
আকাশে হারিয়ে যাওয়া
দুষ্টু পাখি হয়ে,
যদি উড়াল দিতে পারো
হাতে হাতটি ধরে।
দুপুরের পিচ গলা রোদে,
কখনও উত্তরীয় বাতাসের ঠান্ডা মিহি সকালে,
কিংবা বন্ধুত্বের ভালোবাসার দাবি নিয়ে আসা
সোনালী বিকেলে,
যদি পাশে থাকতে পারো।
তবে সিলেট থেকে রাঙ্গামাটি,
সমুদ্রতীর থেকে সুন্দরবনের গভীর তলে
বেঁধে ফেলব সকল দুরত্ব।
ভেবেছিলাম তবে ভালোবাসব।
ভেবেছিলাম ভালোবাসব।
যদি কোনো এক বিকেলের ঝুম বৃষ্টির নিড়ালায়,
হাজারো লোকের ভিড়ে জড়িয়ে ধরে
একটি গভীর চুম্বনে,
যদি বল ভালোবাসি
শব্দের অনুপস্থিতিতে,
শত বিনম্র শ্রদ্ধায়।
তবে ভেবেছিলাম ভালোবাসব।
ভাবনার দেয়ালে আলো ফেলার আগেই ভালোবেসে ফেললাম!
নাহয় নাইবা পেলাম ভালোবাসা!
আবারো যদি দেখা হয়,
কোনো এক উজ্জ্বল বসন্তের সন্ধ্যায়,
শহরের রাজপথে হাঁটতে হাঁটতে,
বারো কিংবা তেরো বছর বাদে।
সেদিন না হয় মিলিয়ে নিব
চাওয়া পাওয়ার সকল হিসেব।
ততদিন নাহয় ভালোবেসে গেলাম তোমায়,
আমায় ভালোবাসতে দাও।
আজ যে শুধুই ভালোবাসার দিন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।