============================================
ভেবেছিলাম বন্দী হবো-
রাজকুমারীর চোখের পাতায়
ঘুম আনানো স্বপ্ন হবো
পদ্ম হবো ।
একটা-দুটো শ্রাবন শেষে রোদ ঝড়ানো ভাদ্র হবো—
আর হোলো না । ।
ভেবেছিলাম পালিয়ে যাবো-
রাত-বিরেতের কান্না শেষে
তোমায় নিয়ে পালিয়ে যাবো
উদার নীলচে সমুদ্দুরে ।
ঝড় হবে না, স্রোত রবে না- ঢেউ হবে না ওলট-পালট—
আর হোলো না ।
।
ভেবেছিলাম হাসির মেঘে-
তোমার শহর মুড়িয়ে দেবো
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
একটুখানি ঝাঁকি দেবে ।
টাপুর-টুপুর বৃষ্টি হয়ে ঝরবে হাসি-আনন্দেরা—
আর হোলো না । ।
ভেবেছিলাম মিথ্যে বলে-
সত্যি কোন ভালবাসার নাটাই দেবো
তোমার হাতে উড়বো আমি
ঘুড়ি হয়ে ।
আকাশ তোমায় কিনে দিয়ে শোধরাবো ভুল মিথ্যে বলার—
তাও হোলো না । ।
============================================ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।