আমাদের কথা খুঁজে নিন

   

ভেবেছিলাম আজ

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

ভেবেছিলাম আজ একটা কবিতা লিখবো আমার জন্যে । হঠাৎই ভীষণ “কবি” হতে ইচ্ছে হলো, থেমে গেলাম। কবিতা লেখা আমার কাজ নয়, হাত ফস্কে স্বপ্নের ছেদ ঘটে যার প্রতি মুহুর্তে, অজানা প্রশ্নের ডানা যার পরতে পরতে, “কবি” হওয়া তার মানায় না। তাই হার মানলাম কবিতার কাছে । কবিতা! তুমি অন্য কারো কাছে যাও, যে তোমায় ছন্দ দিবে, মাত্রা দিবে, উরুসন্ধির স্পর্শ দিবে, তার কাছে যাও। সে তোমায় সাজাবে নিজের মতো করে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।