আমাদের কথা খুঁজে নিন

   

ভেবেছিলাম কত কিছু



ভেবেছিলাম সূর্যটাকে তাড়িয়ে দেবো, চাঁদটাকে টানিয়ে রাখবো ঘরের ঝালরে জোস্নাগুলো গুজে দিবো জ্বোনাকীর পকেটে ওরা আর আলো ফুরোবার ভয়ে ক্ষণে ক্ষণে জ্বলবে না | ভেবেছিলাম সেই অপার্থিব আলোর নীচে ঘর বাধব তার সাথে; রাংগামাটির পাহাড়ের ধারে, করব ঝুমচাষ তাঁতে বুনব দুজন দুজনার পরিধেয় রামু'র বীচে হেটে বেরাবো, দুজনার কোলে দুটি বালিহাঁস | ভেবেছিলাম ছোট্ট একটা ডিংগি জলে ডোবা মহুয়ার বন; বেয়ে যাব সততই... নীরব চারিদিক; ভালোবাসাবাসিতে মুখর শুধু আমরা দুজন | জানো জয়ীতা ভেবেছিলাম কত কিছু ঘুমিয়েছিলাম, মনে নিয়ে কত কবিতা; জেগে দেখি রাবনের বাহুতলে মহা আড়ম্বরে ঘুমায় আমার সতী স্বাধী সীতা |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।