আমাদের কথা খুঁজে নিন

   

!!!.....এ পরিস্থিতির জন্য সরকারই দায়ী......!!!



গ্রামীণ ব্যাংক নিয়ে বর্তমান পরিস্থিতির জন্য সরকারের 'নিশ্চুপ' ভূমিকাকে দায়ী করেছে ব্যাংকটির কর্মকাণ্ড পর্যালোচনায় গঠিত কমিটি। পকেটে টাকা গেলে তো মুখ এমনিতেই বন্ধ থাকবে না......!!!! সরকারের ওই ভূমিকার কারণও তদন্ত করতে বলা হয়েছে পর্যালোচনা কমিটির প্রতিবেদনে। সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, "১৯৯৯ সালে গ্রামীণ ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদপূর্তিতে দায়িত্ব পালনসহ যেসব অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল সরকার কার্যত এক যুগ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। "বলার অপেক্ষা রাখে না যে, সে সময় উপযুক্ত পদক্ষেপ নিলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।

কী সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক কারণে সরকার নিশ্চুপ ছিল-বিষয়টি অনুসন্ধানের দাবি রাখে। " ১৯৯৯ সালে অবসরের নির্ধারিত বয়সসীমা ৬০ বছর অতিক্রম করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস। এরপরও ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে ওই পদে বহাল রাখে। ওই বছরই বিষয়টি নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল। এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে 'পরিপালন প্রতিবেদন' পাঠায়।

এরপর সরকারের পক্ষ থেকে প্রায় এক যুগ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার এ কমিটি গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এ তদন্তের মধ্যেই এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপরিচালক নোবেলজয়ী ইউনূসকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে।

তবে অব্যাহতির আদেশের বৈধতা নিয়ে তার একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.