ঘরপোড়া গরু হলেও এখনো মেঘ দেখে ভয় পাই নি...
আমরা যারা সনেট লিখলাম না,
টাই বাঁধতে শিখলাম না, তাদের কি হবে?
যারা আমাদের ছত্রভঙ্গ করে দিল
তারা কেন সনেট পড়তে চায়?
বেড়ে উঠি স্থাপত্য ভাঙ্গার দিনে,
মৃত চাকার উপর বসে বেড়াতে যাই মানস সরোবরে;
যখন বুঝিনি মাত্রা
সহজেই পৌঁছে গেছি তোমাদের বাড়ি,
সবচেয়ে ভালো সনেট পড়েছিলাম
যখন বৃষ্টিক্লান্ত দিনে তুমি রূপগঞ্জে ছিলে,
পতন আর ভাঙ্গনের সাক্ষী দিতে দিতে
আমাদের জ্যামিতির সব বাক্স ভেঙ্গে গেছে
ঘরে আয়না নেই,
মুখ দেখার জন্য মানুষের ভিড়ে যাই;
সাজানো সনেট, সুন্দর কফিন, ক্ষমা করে দাও;
কাঁটাতার পরা আমার সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।