আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের ছাদ, সাগরের বিছানা দরকার

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .
মস্ত বড় একটা আকাশ দরকার সুন্দর একটা আকাশের ছাদ দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার প্রবল বেগে চলা অনেক বাতাস দরকার শীতল বাতাসের স্পর্শ দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার নীলে নীলে নীলাভ একটা সাগর দরকার তীব্র বেগের সাগরের ঢেউ দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার নির্জন শূন্য দ্বীপ দরকার নির্জনতায় ডুবে যাওয়া দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার কড়া, প্রচন্ড রোদের দরকার রোদেলা কিছু দুপুর দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার স্নিগ্ধ বিকেলের বাতাস দরকার স্নিগ্ধতায় বসবাস দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার ছোট্র কুয়োর সুপেয় জল দরকার জলের মাঝে প্রশান্তি দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার সাগরের একটা বিছানা দরকার আকাশের একটা ছাদ দরকার আমার একটা ছাদ ও বিছানা দরকার! কিচছু না, কিছুই না, কাউকে না, কোথাও না, কখনোই না- হ্যাঁ বললাম তো - নঅঅঅঅঅআ! মনটা শুদ্ধ করো, চাই না কিছু বেশি, বাকি গুলো সম্ভব হলে দরকার!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।