আমাদের কথা খুঁজে নিন

   

তহবিল স্থানান্তরে কোনো অনিয়ম করেনি গ্রামীণ ব্যাংক : অর্থমন্ত্রী এবং আমার একটা প্রশ্ন..?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...

নরওয়ের তহবিল স্থানান্তরে গ্রামীণ ব্যাংক কোনো অনিয়ম করেনি বলে জানিয়েছে সরকার গঠিত রিভিউ কমিটি। আজ সোমবার গ্রামীণ ব্যাংক-সম্পর্কিত রিভিউ কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “নরওয়ের টেলিভিশনে কথিত অভিযোগের কোনো সত্যতা পায়নি রিভিউ কমিটি। তহবিল স্থানান্তরে গ্রামীণ ব্যাংক কোনো অনিয়ম করেনি।” নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রামাণ্যচিত্রে জানানো হয়, গ্রামীণ ব্যাংক সেদেশের দেয়া একটি তহবিল থেকে অর্থ অন্য একটি প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন। তবে বিষয়টির একটি সমঝোতা হয়ে যাওয়ায় এ বিষয়ে কোনো অভিযোগ নেই নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দাতা সংস্থা নোরাডের। অর্থমন্ত্রী বলেন, “দেশে অন্যান্য ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকেরই সুদের হার সবচেয়ে কম।” অর্থমন্ত্রী বলেন, কমিটিকে যে কার্যপরিধি দেয়া হয়েছিল, সে অনুযায়ী তারা প্রতিবেদন জমা দিয়েছে। এখন সরকার প্রতিবেদনটি দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আমার একটা প্রশ্ন তাহলে আপনার দলের বুকচুদ নেতারা আগে এতো কথা বললো কেন,আপনি তাদের ব্যপারে কি ব্যবস্হা নিবেন ..?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.