মন্তব্য নিষ্প্রয়োজন তানভীর, তোমার মৃত্যু মেনে নিতে পারছি না। না, তোমাকে দেখিনি কোন দিন। তোমার পরিচয়ও জানতাম না। কিন্তু তবুও তোমার মৃত্যুর খবর পড়ে চোখ অশ্রুশিক্ত হয়ে উঠছে। পদার্থবিজ্ঞানে রেকর্ডসংখ্যক নম্বর নিয়ে কৃতিত্ত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলে তুমি।
খুলে দিয়েছিলে নিজের সামনে অপার সম্ভাবনার দার। হতে পারতে একজন পদার্থবিজ্ঞানী। তোমার আবিষ্কার দিয়ে দেশ ও দশের কল্যান করতে পারতে। দেশের জন্য ছিনিয়ে আনতে পারতে গৌরব। কিন্তু তোমাকে চলে যেতে হল।
দুদিন সবাই শোক প্রকাশ করবে তারপর তোমাকে ভুলে যাবে। অথচ তুমি হতে পারতে এক উজ্জ্বল নক্ষত্র যার আলোয় আলোকিত হত চারিদিক, হতে পারতে অমর মানব সভ্যতার ইতিহাসে কিন্তু তোমাকে সেই সুযোগ দেওয়া হলো না। কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থের বলি হলে তুমি। শিকার হলে কিছু পশুর পাশবিকতার। সেসব পশু নির্দ্বিধায় ঘুরে বেড়াবে আর তাদের পশুরাজের আদেশে এসব অমানবিক কার্য কলাপ চালিয়ে যাবে।
তানভীর, তুমি যেখানেই থাক ভাল থেক। আমাদের ক্ষমা করতে পারলে ক্ষমা কোরো নয়তো আচ্ছামত অভিশাপ দিও - যেটাতে তুমি শান্তি পাও।
লিংকসমূহ:
bdnews24
fairnews24 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।