আমি একজন সহজ সরল মানুষ।
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা উত্ত্যক্ত করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণীর ছাত্রী দোলা খাতুন (১৩)। গতকাল শনিবার রাতে বেনাপোলের নামাজ গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ আজ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন জানান, স্থানীয় নামাজ গ্রামের মিজানুর রহমানের মেয়ে দোলা খাতুন বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী।
সে গতকাল বিকেলে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোহাম্মদ আলীর বখাটে ছেলে নাজির হোসেন তাকে একা পেয়ে নানা কটূক্তি ও অশ্লীল মন্তব্য করে। দোলা বাড়ি ফিরে প্রতিবেশীসহ নাজিরের পরিবারকে উত্যক্তের বিষয়টি জানায়। নাজিরের মা এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটির বাড়ি গিয়ে তাকে হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অপমানের জ্বালা সইতে না পেরে শেষ পর্যন্ত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে দোলা।
আত্মহত্যার আগে সে একটি চিরকুটে ৪ বখাটের নাম উল্লেখ করে রেখে যায়।
কিন্তু বখাটেরা তার ঘর থেকে হাতে লেখা চিরকুটটি উদ্ধার করে ছিঁড়ে ফেলে। ঘটনার পর থেকে বখাটেরা পলাতক আছে। দোলার আত্মহত্যার খবর শুনে প্রধান শিক্ষকসহ তার সহপাঠীরা ছুটে যায় তাকে এক নজর দেখতে। নিহতের পরিবারের আহাজারি দেখে কান্নায় ভেঙে পড়ে সকলেই।
প্রভাবশালীরা গ্রামে বিষয়টি মিটিয়ে ফেলতে বিভিন্নভাবে চাপ দেয় পুলিশকে।
কিন্তু শেষ পর্যন্ত লাশ উদ্ধার করে আজ সকালেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
শীর্ষ নিউজ ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।