বৃহস্পতিবার দুপুরে ছোট কুমিরা ও বড় কুমিরার মাঝের সেতুর ওপর এই ঘটনার পর কলেজ শিক্ষার্থীদের অবরোধে প্রায় ২০ মিনিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে।
আহত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন শীলা ওই এলাকার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে শীলাকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওই শিক্ষক বলেন, “পাঁচ-ছয়জন লোক দূর থেকে শীলাকে অনুসরণ করে আসছিল।
ওই গাড়িতে থাকা লোকজন তাকে উত্ত্যক্ত করতে করতে তার গায়ের ওপর গাড়িটি তুলে দেয়। ”
শীলা কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানান এনামুল।
শীলার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনার পরপরই ওই কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আসে।
সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেয়।
আরোহীরা পিকআপটি ফেলে চলে গেলে তা পুলিশ আটক করে।
এর আরোহীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।