নারী সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক চিকিৎসককে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক হওয়া চিকিৎসকের নাম জাহাঙ্গীর নাজিম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মরত হিসেবে কর্মরত।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানান, জাহাঙ্গীর অনেক দিন ধরে বিভিন্ন ওয়ার্ডের নারী চিকিৎসকদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন। তাঁদের মুঠোফোনে বিভিন্ন সময় অশ্লীল বার্তাও পাঠাতেন।
এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
আজ দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর ১১০ নম্বর ওয়ার্ডে এলে কর্তব্যরত অন্য চিকিৎসকেরা তাঁকে একটি কক্ষে আটকে রাখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ বিক্ষুব্ধ চিকিৎসকের সঙ্গে বৈঠকে বসে। পরে জাহাঙ্গীরকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরেকজন চিকিৎসক জানান, তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি মাদকাসক্ত। প্রভাবশালী একজনের ভাতিজা পরিচয় দিয়ে তিনি হাসপাতালে দাপট দেখিয়ে বেড়ান।
যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে জানান, জাহাঙ্গীরকে দায়িত্ব থেকে বিরতি দেওয়া হয়েছে এবং পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযোগ সম্পর্কে অবহিত হওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, তিনি জাহাঙ্গীরের বদলির ব্যাপারে মন্ত্রণালয়কে জানিয়েছেন।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সোপর্দ করায় জাহাঙ্গীর নাজিমকে আটক করা হয়েছে।
তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।