ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করাসহ নারী নির্যাতনের অভিযোগ এনে কেউ হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার সেমিনার কক্ষে 'নারী নির্যাতন প্রতিরোধকল্পে কর্মপরিকল্পনা গ্রহন' শীর্ষক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স�প্রতি ইভ টিজিং সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ইভ টিজিং এর ব্যাপারে অভিবাবকরা থানায় অভিযোগ করলে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। "
ইভ টিজিংসহ নারী নির্যাতনের ব্যপারে অভিযোগ করার পর কোন পদক্ষেপ নেওয়া না হলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
উত্ত্যক্ত বন্ধে দুটি প্রস্তাব পেশ করে মন্ত্রী বলেন, "জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে সব জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী বাহিনী নিয়ে ইভ টিজিং প্রতিরোধে একটি করে কমিটি তৈরি করতে হবে। "
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের আহ্বান জানান মন্ত্রী।
উত্ত্যক্ত রোধে আইন প্রণয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "ইভ টিজিংকারীদের বিরুদ্ধে কঠোর আইন করা হচ্ছে। ইতিমধ্যে ইভ টিজিং প্রতিরোধে ভ্রাম্যমান আদালত কার্যক্রমও শুরু করেছে। "
ইভটিজিং শুধু আইন প্রয়োগ করে প্রতিরোধ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, "বখাটেদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
এক্ষেত্রে মায়েদের এগিয়ে আসতে হবে যেন তাদের সন্তানরা এ ধরনের অপরাধে জড়িয়ে না পড়ে। '
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম। এছাড়া সংস্থার জেলা চেয়ারম্যান ও নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।