আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজছাত্র পুলক হত্যা মামলার প্রধান আসামী ইমরানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার ভোররাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার চরেরগাঁও নামক স্থান থেকে তাকে গেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলস্থ র্যাব ক্যাম্পের এএসপি মো. মনজুর আহমেদ সিদ্দিকী এর নেতৃত্বে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। সেখানে চাচীর বাড়িতে আশ্রিত অবস্থায় ইমরান আহমদ (২০)কে প্রেপ্তার করেছে র্যাব।
এ সময় ইমরানকে আত্মগোপনে সহায়তা করায় তার চাচী জুলেখা বেগম (৩০) কেও গ্রেফতার রেছে র্যাব।
উলেখ্য শ্রীমঙ্গলে পুলক হত্যার পর ইমরানকে গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী ও কলেজ ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানবন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এক পর্যায়ে পুলকের কাকা প্রণয় পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ইমরানকে প্রেপ্তারের প্রক্রিয়া শুরু করে পুলিশ ও র্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার ১০ দিনের মাথায় আসামী ইমরানকে গ্রেপ্তার করতে সম হয়েছে র্যাব। এ রিপোর্ট লিখা পর্যন্ত আসামী ইমরানকে শ্রীমঙ্গল থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।