আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু শীতল করবে আখ চাষ



সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, আখ চাষের মাধ্যমে জলবায়ু শীতল করা সম্ভব। গবেষকদের মতে, ব্যাপক আকারে আখের চাষ জ্বালানি সমস্যা সমাধানের পাশাপাশি সে অঞ্চলের জলবায়ু শীতল করতে পারে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কার্নেগি ইনস্টিটিউটের গ্লোবাল ইকোলজি অনুষদের গবেষকরা দেখেছেন ব্রাজিলে ব্যাপক আকারে আখ চাষের মাধ্যমে গাড়ির জ্বালানিতে গ্যাসোলিনের পরিবর্তে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করার পাশাপাশি আখ চাষ করা অঞ্চলগুলোর জলবায়ুও বেশ শীতল হয়েছে। গবেষকদের মতে, আখ চাষের ফলে চারপাশের বাতাস শীতল হয়ে যায় কারণ সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে শুন্যে ফিরে যায় এবং আখে শীতল পানির প্রবাহ তৈরি হয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকী’র দ্বিতীয় সংস্করণে। সুত্র : বিডি নি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।