আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু পরিবর্তন ও রাজনীতি!!!

মানবিকতা

জলবায়ু পরিবর্তনের প্রধান শিকারে পরিণত হয়েছে বাংলাদেশ। আর এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সামনে যে সমূহ বিপদ তা মোকাবেলায় আমাদের সরকারের তরফ থেকে বাজেট দেয়া হচ্ছে বিশ্ব সম্প্রদায়ের কাছে। এটা ভাল কি মন্দ তা বলতে চাই না। তবে একটা কথা স্মরণে থাকা দরকার বাংলাদেশে যত প্রকল্প যত ফান্ড তত দুর্নীতি। তাই আমরা বলতে চাই ফান্ড বা বাজেট নয়।

আমরা চাই জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার প্রকৌশলগত সমাধান। আমাদের বিপুল জনবল আছে। আমরা বলতে পারি বিশ্ব সম্প্রদায়কে যে, আপনারা আমাদের কারিগরি সকল সহায়তা দিন আমাদের জনবলকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুঁকি মোকাবেলা করুন। জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা কোন বড় বাজেট, রাজনীতি কিংবা সর্বগ্রাসী দুর্নীতি চাই না। আমরা চাই এর সমাধান।

তাই বলছি, দারিদ্র্যতা দূর, মরে যাওয়া নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে চাই ড্রেজিং, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষার জন্য অত্যাধুনিক আশ্রয় কেন্দ্র নির্মাণ ইত্যাদি জরুরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।