আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু ও জলযোগ সম্পর্কিত...

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
আমাদের মন্ত্রী-আমলারা আর কিছু পারুক না পারুক ভিক্ষা চাইতে ওস্তাদ। বিশ্ব জলবায়ু সম্মেলন এবং এ সম্পর্কিত অন্যান্য ফোরামে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে অন্যতম সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজের 'যোগ্যতা' প্রমাণে 'সফল' হয়েছে। যার ফলে হাজার কোটি টাকা অনুদান পাওয়ার সম্ভবনার দ্বার খুলে গিয়েছে। সরকার এ বিষয়ে এতটাই নিশ্চিত যে অনুদানের অর্থ পাওয়ার আগেই শত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই 'সাফল্য' নোবেল পাওয়ার চাইতে অনেক বেশি 'কাজের'। পার্থক্য হল- এই ক্ষেত্রে প্রাপ্তিটা যতটা সম্ভব রাখঢাক করা যায় ততই 'মঙ্গল'। যে দেশে সিডর, আইলার মত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এবং বন্যায়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার টাকা আত্মসাৎ হয়, যে দেশে বিদ্যুৎ খাতের উন্নয়ন বরাদ্দ নয়-ছয় করে 'দরিদ্র' মন্ত্রীরা নিজেদের ভাগ্য গড়ে ওদিকে পুরো দেশ ঢেকে যায় অন্ধকারে, যে দেশে শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের টাকা লোপাট আত্মসাৎ করে স্কুল কমিটি- সেই দেশে ৫০ বছর পর 'সম্ভাব্য' ক্ষতির ফিরিস্তি দেখিয়ে আনা বিদেশী অর্থ কত ভাগ লুণ্ঠিত হবে সেটা সহজেই অনুমেয়। একটাই অনুরোধঃ স্যারেরা- টাকাগুলো অন্তত দেশেই রাইখেন। দুইচারটা কলকারখানা বানাইয়েন, সুইস-সিঙ্গাপুরী ব্যাংকে রেখে আমজনতার পেটে লাথি দিয়েন না। আমরা বড় অভাগা জাতি!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।