আমার নতুন গান
আকাশে চোখের পলকের চেয়েও দ্রুতগতির নভোযানে তোমার কাছে যেতে যেতে টের পাচ্ছি
আমি আসলে তোমার থেকে অনেক বেশী দূরে সরে যাচ্ছি ক্রমশ
আমি ভাবছি, দেখছি,টের পাচ্ছি আর আমার মত তুমিও ভাবছ,দেখছো আর টের পাচ্ছো যে
আমি আসলে তোমার দিকে যাচ্ছি
কিন্তু আসলে সেই দ্রুতগতির মেশিনযান
আমাকে তুমি যেখানে আছো তার বিপরীত দিকে নিয়ে যাচ্ছে কয়েকশো লক্ষগুন গতিতে
একটা ইস্পাতের মুখোশের নিচে থরথর কাঁপছে
তোমার মাংসল মুখ
একটা ইট বালির সুড়কির পোশাকের ভেতর
জমে গেছে তোমার সবুজ দেহ
কামানের পরিত্যক্ত লোহা দিয়ে গড়া তোমার জানালার কপাট
আর আমি যেন পশুর মত চেহারার কোন সৈনিকের
হাতে ধরা মেশিনগানের মত
তোমার হৃদয়ের দিকে তাক করে রেখেছি আমার প্রেম
আমি তোমাকে চিনতে পারবো না কোনদিনো
কারণ ক্ষমতালোভী রক্তপাত শেষের রক্ত চেনার জন্য
সৃষ্টি হয়েছে আমার চোখ
প্রেমের কথা বলে তোমার কাছে গিয়ে তোমাকে খুন করার জন্য
সময় আমাকে পৃথিবীতে বিনিয়োগ করেছে
নিঃশ্বাষের জ্বালানী দিয়ে
এই মেশিন সময়ের শেষে কোথাও কেউ কি দেখছে
কোন সবুজের প্রলাপ?
ধুসর আর পোড়া মাটি আর আমি শুধু আমার ফসিলের খাদক
এই নিশ্চিত খাবারের নিশ্চয়তয়
শহরের টবে টবে ফুটছে নিজের মরা দেহ
আর পাজরের ভেতরে বেড়ে ঊঠছে ব্যক্তিগত কারাগার
প্রেমিকা আমার, ভাঙ্গনের চিরভয় আর প্রতিবাদহীনতায়
মেশিনের ভেতরে বেড়ে ওঠে
তোমার আমার বিভতস লড়াইহীন মৃত্যুর ভ্রূণ
প্রেমিকা আমার, ভাঙ্গনের চিরভয় আর প্রতিবাদহীনতায়
আমি যখন তোমার কাছে গিয়ে তোমার পেটে মাথা রাখি
তখন মনে হয় তোমার দেহের ভেতর থেকে
আসছে লক্ষ লক্ষ মরা শিশুর গন্ধ
প্রেমিকা আমার, ভাঙ্গনের চিরভয় আর প্রতিবাদহীনতায়
আমি যখন তোমার কাছে গিয়ে তোমাকে চুমু খাই
মনে হয় আমি যেন ইস্পাতের এক শকুন যে তোমার মাংস খাচ্ছি
আকাশে চোখের পলকের চেয়েও দ্রুতগতির নভোযানে তোমার কাছে যেতে যেতে টের পাচ্ছি
আমি আসলে তোমার থেকে অনেক বেশী দূরে সরে যাচ্ছি ক্রমশ
আমি ভাবছি, দেখছি,টের পাচ্ছি আর আমার মত তুমিও ভাবছ,দেখছো আর টের পাচ্ছো যে
আমি আসলে তোমার দিকে যাচ্ছি
কিন্তু আসলে সেই দ্রুতগতির মেশিনযান
আমাকে তুমি যেখানে আছো তার বিপরীত দিকে নিয়ে যাচ্ছে কয়েকশো লক্ষগুন গতিতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।