উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .
শরীরের ভাঁজে ভাঁজে লজ্জা,
কাপড়ের পরতে পরতে লজ্জা,
চিন্তার খাদে খাদে লজ্জা,
চটি বইয়ের পাতায় পাতায় লজ্জা,
নারী-পুরুষে মাখামাখিতে লজ্জা,
আলো ছায়ার খেলায় লজ্জা,
কিছু করতেও লজ্জা,
না করতেও লজ্জা,
ভাবতেও লজ্জা,
না ভাবতেও লজ্জা,
লজ্জায় লজ্জিত রাষ্ট্র, লজ্জিত সমাজ, পরিবার, তুমি, আমি, সে, তারা-হ্যাঁ সবাই।
লজ্জা তুমি কার!
লজ্জা তুমি কি আমার!
লজ্জা তুমি কি!!
লজ্জা নিষিদ্ধ শব্দ
লজ্জা নিষিদ্ধ কবিতা
লজ্জা নিষিদ্ধ সুর
লজ্জা নিষিদ্ধ কাব্য
লজ্জা নিষিদ্ধ সময়
লজ্জা নিষিদ্ধ বাড়ি
লজ্জা, লজ্জা, লজ্জা, শুধুই লজ্জা!!!!!!
২.
দিন রাত শুধু লজ্জা দিন
রাত্রি নিশি পার হয় লজ্জাহীন
লজ্জা এখন বড়ই লজ্জার
লজ্জা আছে তাই বড় লজ্জা
লজ্জা হওয়ার, লজ্জা থাকার
লজ্জা কারণ, লজ্জা হাজার
লজ্জা ঢাকার, লজ্জায় ঢাকার
লজ্জা রয়, লজ্জা সয়
লজ্জা করুণ, লজ্জা দারুণ!
লজ্জাহীন হয়ে সেও লজ্জা
লজ্জা থাকবে, তবুও লজ্জা
লজ্জা নিয়ে লজ্জিত নগ্ন জাতি
লজ্জা তবে খেয়েছে মগ্ন
৩.
লজ্জা নেই, লজ্জা নাই
লজ্জা পাই, লজ্জা চাই
অল্প লজ্জা চাই, বেশিও চাই
লজ্জায় রাঙ্গা চাই, ভীরুও চাই
লজ্জায় বন্দী হয়ে ঘরে থাকা চাই
লজ্জায় বন্দী হয়ে বিশ্বকে মুঠোয় ভরতে চাই
লজ্জায় বন্দী হয়ে আকাশটা ছুঁতে চাই
লজ্জায় বন্দী হয়ে বৃষ্টিকে কাছে চাই
লজ্জায় বন্দী হয়ে ভ্রুণের জন্ম দিতে চাই
লজ্জায় বন্দী হয়ে
লজ্জা ছেড়ে মাথা উঁচু করে দৃঢ় হতে চাই
লজ্জা ছেড়ে বুকটা টান টান করে হাঁটতে চাই
লজ্জায় অবনত, লজ্জায় লজ্জিত, লজ্জায় কান্নারত, লজ্জায় ভীত সন্ত্রস্ত, লজ্জায় সব খুঁইয়েও হাসিতে গদগদ- এমনটা চাই না যে. .
৪.
লজ্জা নারী, লজ্জা পুরুষ
লজ্জা মানুষ, লজ্জা পৃথিবী
লজ্জায় আচ্ছাদিত
বুক, পিঠ, কোমর, উরু, মুস্তিষ্ক, জ্ঞান, প্রযুক্তি, চিন্তা, গবেষনা, তারুণ্য, বিজ্ঞান, আইটি,
লজ্জায় আক্রান্ত জাতি
লজ্জায় ভীত জাতি
লজ্জায় উচ্ছসিত দালাল
লজ্জায় বিপর্যস্ত মনন
লজ্জা খেয়েছে মোরো তাই লজ্জিত আমি
লজ্জায় বন্দী আমি , তাই লজ্জিত ..
লজ্জায় আমি বন্দী
লজ্জায় আমি বন্দী
লজ্জা আমায় করেছে ভিখারী!
লজ্জা আমায় করেছে রিক্তহস্ত!
লজ্জার ভূষণে আমি হয়েছি যেন নগ্ন
লজ্জার নগ্ন বুকে দাড়িয়ে লজ্জিত মস্তকে
লজ্জিত আমি যেন হয়েছি আরো নগ্ন
লজ্জিত, লজ্জিত, বড়ই লজ্জিত আমি
নগ্নতায় শূণ্য, ভগ্নতায় ভগ্ন, নগ্ন, অনেক বেশি নগ্ন!
(ফার্স্ট ড্রাফট )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।