ছুঁয়েছি কী না , জানি না। তবুও নত হলো ভোর
পাতার পেখম আমাকেও দিয়ে গেল হাওয়া , সমন্ধের
আর নতজানু নদী ; খুব ধীরে বলে গেলো , হে প্রাচীন বট
তোমার শাখা ধরে আমি আমিও সাজিয়েছি রঙ- জলের।
এরকম লীলাসূত্র পড়েছি আগেও । তোমার ঠোঁটে রঙের নৃত্য
দেখে চিনেছি লালের পরিধি, রক্তের নামতা পড়তে গিয়ে জেনেছি
চার থেকে চার বিয়োজিত হলে ফলাফল শূন্য থাকে না। একটা
বৃত্ত এসে সামনে দাঁড়ায়। ঠিক লজ্জাবতীর মতোই যে সবুজ
কুড়ির গহীনে,
কাছে পেলে প্রথম পরাগ ,ভ্রমরও সেই রঙটুকু নেয় চিনে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।