এই পৃথিবীতে সবাই আগন্তুক,সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে,কিন্তু তাতে ভয় কিসের।
লজ্জা নারীর ভুষন। নারী পুরুষ সবারই লজ্জা থাকা উচিত। মানুষের লজ্জা আজকের পোস্টের বিষয় নয়। লজ্জাবতী নামের একটি উদ্ভিদ আজকের আলোচনার বিষয়।
আমাদের দেশের বিচিত্র ভেষজ ও বনজ সম্পদের মধ্যে আশ্চর্য এক উদ্ভিদ হলো এই লজ্জাবতী। মাটির সঙ্গে মিশে থাকে সবুজ পাতার কাটা সম্বলিত এই গাছগুলো। ঘাসের মতই এদের বিস্তৃতি। একটু ছুঁয়ে দিলেই মেলানো পাতাগুলো গুটিয়ে নেয়-অজানা লজ্জায়। গোলাপী ও সাদা দুই রঙের লজ্জাবতী ফুলও ফোটে।
পথের ধারে, বনে জঙ্গলে দেখা মেলে এর। শিশু কিশোরদের খেলার খোরাকও হয় কখনো কখনো। শুধু দেখা-বা আচরনের কারনে নয় ওষুধের গুনও আছে এই গাছে। অনেকেই হয়তো দেখে থাকবেন এই গাছটি। নতুন প্রজন্মের যারা এখনো পরিচিত হননি উদ্ভিদটির সঙ্গে তাদের জন্যই মুলত এই পোস্ট।
পোষ্টের ছবি সাম্প্রতিক সময়ে আমার নিজস্ব ক্যামেরায় ধারন করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।