বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com] লজ্জাবতী প্রিয়তম কারা যেন গান গায় নেচে-গেয়ে ঐ শান্ত নিথর রাত্রিকে খানিক যন্ত্রণা দিয়ে যায়। রাত্রি? তুমি কি ঐ শীতল হিমের কথা বলো? কাঁথার নিচে মুড়ি দিয়ে উষ্ণতা খোঁজার কথা? মনে পড়বে কি ঐ রাত্রিদের কথা? যেথায় শান্ত তোমার শীতল কন্ঠস্বর আমার ভেতরটা করে দিত উষ্ণতর; শান্ত- নিরব যেন! কথকতার খুনসুটি আর তোমার মায়া, না পেরে যেন বলেই ফেললাম, "ও গো, তুমি এত ভালো কেন, বলো তো" আমার 'বোকা পাখি' টা লজ্জায় লাল হয়ে যেত যেন ঘুমের ছলনায় উত্তর না দেয়ার ভঙ্গিটা বেশ লাগতো তখন ভাবলাম, লালটুস টাকে আরও একটু খানি রাঙা করে দিই। "ওই জিনিসটা যে আমার, একান্তই আমার" অদ্ভুত খাঁজ করে কাঁটা থুঁতনিটায় আলতো করে চুমু খেয়ে বসি- আর আমার 'বোকা পাখি'টা- শুরু করে তাঁর "প্যারালেল ইউনিভার্স" আমার লজ্জাবতী প্রিয়তম! আরফার রাজী ২২.১২.২০১২ ছবিঃ ইন্টারনেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।