বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
কি নির্মম এ দৃশ্য !! আমরা মানুষ হিসাবে শ্রেষ্ট, এটাই কি আমাদের কর্ম হওয়া উচিত?
দিনের বেলায় স্বভাবচরিত কারনে শান্তিতে ঘুমিয়ে ছিল গাছে কিন্তু মানুষ নামের জীব গুলো তাকে ধরে এনে টেনে হেচরে রক্তাক্ত করে ছাড়ল।
ঘটানটি ৭ই এপ্রিল ২০০৯ সালের শ্রীমঙ্গলের হরিনছড়া এলাকার
অতপর স্বস্তি :
অবসেসে ইনাম আল হক শিকারীকে ৫০০ টাকা দিয়ে বুজিয়ে সুজিয়ে এনে এটাকে আবার ছেড়ে দিল তার বাসস্থানে, এবং ছাড়ার ঘন্টাখানেক পরেই এটা আবার শান্তির ঘুমে ঘুমিয়ে গেল ।
লজ্জাবতী বানর সাধারনত নিশাচর, দিনে গাছের কোঠরে বা অন্ধকারে ঘুমিয়ে থাকে। প্রবল জনসংখ্যার চাপে ব্যপকহারে বন জঙ্গল কমে যাওয়ার দরুন এই প্রাণীটি আজ অতি বিপন্ন এবং বিলুপ্তির পথে।
ছবি গুলো তুলেছেন সামিউল মোহসানিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।