আমাদের কথা খুঁজে নিন

   

কি দূর্ভাগ্য, জেনারেল থেকে "শেফ" মানে "সেফ্" হয়েছি

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

এর কোন্ও মানে হয় ? মানুষের পদোন্নতি হ'লে খুশি হয় মানুষ । পদাবনতিতে কে আনন্দে ধেই ধেই করে নাচতে চায় ? তবু্ও কিছু কিছু হেরে যা্ওয়া থাকে, বড়ো মধুর । পদাবনতির আড়ালে আমার এই পদোন্নতিতে আমার চে' আপনাদেরই কৃতিত্ব বেশী, আপনি মানুন আর না ই মানুন। আর লাল কালির কলম হাতে মডারেটরদের আজ বোধহয় কিছু একটা ভুল হয়েছে কোথা্ও, নইলে সবুজ কালির কলম হাতে আসলো কোথ্থেকে ? আসুন, ভুল হোক আর যা ই হোক মজা করতে তো দোষ নেই ? নিজেরা নিজেরা মিষ্টি খেয়ে নেবেন আর যদি মনে করেন বিলখানা পাঠিয়ে দিতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।