খাওয়া আর ঘুমান প্রধান কাজ। মাঝে মাঝে পড়ালেখা করি
- একটি সততা অন্যটা সবুদ্ধি।
সততা মানে কি বাবা?
সততা মানে কাউকে যখন কোন তুমি কথা দিবে সেটা তোমার রক্ষা কর উচিত।
-আর সুবুদ্ধি?
সুবুদ্ধি মানে কাউকে কোনো কথাই দেবে না ।
#অন্য পদ্ধতি
আফ্রিকার উন্নয়নশীল দেশের এক রকেট বিশেষজ্ঞ কোন একি ভোজ সভাই তার দেশ রকেট ও উপর উৎক্ষপনে কতটা অগ্রসর হয়েছে তার বিবরন দিতে গিয়ে - বুঝলেন মিসেস ওবেটু কয়েক কোটি ডলার খরচ করে আমরা এ বছরই মহাশুন্য ছটা ইদুর পাঠাচ্ছি ।
মিসেস ওবেটু - ইদুরের উৎপাত ঠেকাতে এর থেকে ঢের কম খরচে অন্য পদ্ধতি ও তো আছে ।
#নাক দিয়ে ভাত খাওয়া
তিনজন বৈজ্ঞানিক প্লেনে চড়ে কোথাও যাচ্ছিলেন । এরা হলেন বৃটেন , রাশিয়াও বাংলাদেশের অধিকারী । তিনজনই নিজ দেশের আবিস্কারের উপর কথায় প্রতিযোগিতা শুরু করলেন ।
বৃটেন- আমার দেশে এমন একটা জাহাজ আবিস্কৃত হয়েছে যা কি না পানির উপর দিয়ে চলে ।
অন্যদুই জন বললেন - তা নাকি?
রাশিয়া - আমাদের বৈজ্ঞানিকরা এমন একটা প্লেন আবিস্কার করেছেন যা কিনা আকাশের নীল অংশের উপর দিয়ে চলে ।
অন্যদুই জন - কি করে ?
রাশিয়া- উপর দিয়েই যায় তবে নীল অংশের দুই আঙ্গুল নীচ দিয়ে ।
বাংলাদেশ - তা আর এমন কি আমাদের দেশ তো নাক দিয়ে ভাত খাওয়া পদ্ধতি আবিস্কার করেছে ।
অন্যদুজন - এতো সাংঘাতিক আবিস্কার ।
বাংলাদেশ - হ্যাঁ তবে নাকের দুই আঙ্গুল নীচ দিয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।