পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
আজকে অনেক কষ্টের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো।
সব সময়ই কিছু কষ্ট বুকে চেপে রেখে যাই, যা সব মানুষই করে। তেমনই চেপে থাকা চোখের পানি আবার আমাকে ভিজিয়ে দিলো।
এইতো সেদিনই এক বন্ধুর সাথে গল্প করতে গিয়ে শুনতে হল ওর ভাই-বোনদের কথা, যারা আর বেঁচে নেই পৃথিবীর বুকে। জুয়েলের ভাগ্য আসলেই খুব খারাপ নিজের চোখের সামনে দেখতে হল ছোট্ট বোনের মৃত্যুর দৃশ্য।
আজ থেকে সাত বছর আগে ছাদ থেকে পড়ে মারা যায় সে। জুয়েলের সামনেই আদরের বোনটি পড়ে গেল ৩ তলার ছাদ থেকে কিন্তু কিছুই করার নেই। দূর্ঘটনা ঘটে যাবার পরেও ২৪ দিনের মত কান্নার সাগরে ভাসিয়ে রেখেছিল জুয়েলদের পরিবারকে ঐ নিষ্পাপ মেয়েটি, যে এখন বেহেশতের বাগানে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। দূর্ভাগ্য আমাদের যারা এখানে বসে নিজের অজান্তেই অশ্রুসিক্ত হচ্ছি।
এরপরেও জুয়েলে ২টি ভাই মারা যায় অনেক ছোট বেলায় মরন অসুখের কবলে।
আমি এইসব শুনে নিজের মনের কথা প্রকাশ করলাম, জুয়েলের মত যে আমার অবস্থাও সেইরকম। মারুফ আমার বড় ভাই ৭ তলা ছাদ থেকে পড়ে মারা যায়। আমি তখন পৃথিবীর বুকে ছিলাম না। ওর ঘটনা বলতে গিয়ে আবেগ আটকে রাখা সত্যিই খুব কষ্টের। ঠিক হুবুহু এর পরে আমার আরও ২ ভাই অসুখে পড়ে মারা যায়।
আল্লাহ আমার জোড়া কে রাখলেন না, নিয়ে গেলেন এই পাপের দুনিয়ায় সে ফেলে রেখে গেলো আমায়।
জুয়েলের সাথে আমার এইসব ঘটনা এইভাবে মিলে যাবে ভাবতেও অবাক লাগে। আমাদের ২ জনের যে কি একটা অজানা টান রয়েছে ভাই-বোনের জন্য তা হয়তোবা আমরা ছাড়া আর কেউ অনুভব করতে পারবেন কিনা জানি না।
খুবই আনন্দ লাগে এখন একজন কে নিজের আপি ডাকতে খুবই ভালো লাগে কাউকে ভাইয়া ডাকতে।
জানি না কি রকম আনন্দে আমার দিন গুলো কাটত তারা বেঁচে থাকলে।
সবাই বলে আমি নাকি হুবুহু দেখতে মারুফ ভাইয়ের মত। তবে তার স্বভাবের মত এতটা নিষ্পাপ আমি হতে পারি নি বলে আজ আমার আক্ষেপ করতে হয়। সে থাকলে অনেক ভালো একটা অভিভাবক ও বন্ধু পেতাম। তাই এখনও মনে পড়ে তাদের। হঠাত সেদিনের পর থেকে মন টা খুব খারাপ।
তারা এখন কি আনন্দে দিনাতিপাত করছে। ওহহহহ, কেন আমি তাদের সংগী হলাম না। কেন আজ আমাকে হাহাকার করে কাদতে হয় তাদের জন্য।
সবাই দোয়া করবেন আমার লক্ষী ভাইদের জন্য দোয়া করবেন জুয়েলের আদরের ছোট ভাইবোনদের জন্য। তাদের আত্নার শান্তি কামনা করি সবসময়, জানি তারা শান্তিতেই আছে কারণ তারা সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় মারা গেছে।
(আম্মাআআ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।