আমি একটা পাগল
আমার ভালোর জন্য যা হয়েছে চাওয়া,
সব ক্ষতি ব্যথা অবহেলা হয়েছে পাওয়া।
আমি মন্দ নই, ক্ষুদ্র, স্বপন যে বড়!
চাই আঁধারে আলোক, আলোক-পিয়াসী,
স্বপ্নটা আমার তুমি ভাবতে পারো তোমার!
যা আছে কড়ি, চেতনা যে বেশী।
আত্মভোলা, শূণ্য-ভালোবাসা-হারা,
সমুজ্জল পথ, অনুজ্জল অদ্বরা।
সব সৃষ্ট ভুলে, অনুতপ্ত,
সব যাতনা হৃদয়ে একাকিত্ম।
সম্পর্ক ভালো রাখে টাকা
অন্তর আলো আঁধারে ঢাকা।
কিছু লুকায়িত, কষ্ট থাকে
যায় না বলা, জীবনের বাঁকে,
হারাতে হয় অধিক দিয়ে।
বিজ্ঞ এক প্রভুকে চেনে,
অবিজ্ঞ ছুটে জ্ঞাণীর পানে-
আলো তৃষ্ণা অনুভব করে।
হয়তো হবে কথা, পূর্বের মতো নয়,
হয়তো হবে চেনা, পূর্বের মতো নয়।
আমার অবস্থান, আমি অবগত
বলতে হবে না, অতিরিক্ত।
পূর্ণ্যতা যা ছিলো, স্বপ্ন!
তা অভিশাপ, দূর্স্বপ্ন।
হয়নি চেয়েছি বহুবার,
হয়েছে চেয়েছে একবার।
চেষ্টর ত্রুটি নেই
তবুও জয় নেই।
আমার কষ্টের কারণ স্বজন-
দিয়েছে আমায় জীবন্ত মরন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।