নিয়ন তুমি ভালো, শহর ঢাকো রঙে, যদিও বাতাস, ধুলো, আমি ছুটছি একই ঢঙে।। জোছনা তুমি ভালো, রুপোর আদর মাখা, যদিও আমার ক্লান্ত রাত্রি, নগর নীলে ঢাকা।। স্বপ্ন তুমি ভালো, আমার ইচ্ছেরঙা ছবি, যদিও ভীষণ সাদাকালো, এই ছন্দপাগল কবি।। স্পর্শ তুমি ভালো, যারা মায়ের মত প্রিয়, এই ভালোদের একটুখানি তাদের ছুঁয়ে দিও।। - রামপুরা, ২২/১০/২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।