আমাদের কথা খুঁজে নিন

   

শুটিং ছাড়া বাকি সময়টা রেস্টুরেন্টে থাকি



শাহরিয়ার নাজিম জয় প্রতিষ্ঠাতা প্যান-টাও গুলশান, ঢাকা অভিনয়ের বাইরে প্রথম চাকরি বলতে এখন থেকে তিন-চার বছর আগে প্রথমে প্রোডাকশন হাউস, এরপর পারিবারিক ব্যবসা। কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে করেছি। নাম প্যান-টাও। এটি গুলশান-২-এর নিকেতনে অবস্থিত। যা কিছুই করি না কেন, আমার অস্তিত্বজুড়েই অভিনয়।

আর অভিনয়ই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। শুটিং ছাড়া বাকি সময়টা রেস্টুরেন্টেই থাকি। চাকরি নিয়ে ভেবেচিন্তে বললে, মাঝেমধ্যে মনে উঁকি দেয় অভিনেতা না হলে পুরোদস্তুর পাইলট হতাম। কিন্তু পরক্ষণেই তা হাস্যকর লাগে। ভবিষ্যৎ পরিকল্পনা হলো, পরিপূর্ণ অভিনেতা হয়ে বাকি জীবন কাটাতে চাই।

তবে একটা পত্রিকা অফিস খোলার কথাও ভাবি। অভিনয় পরে, অন্য কাজ এখন করে নিই_এমনটা কখনো ভাবি না। তাই কাজ ও অভিনয়ের সমন্বয় ঘটাতেও বেগ পেতে হয় না। জীবনের প্রথম মাসের বেতনের টাকাটা কর্তৃপক্ষের জন্যই খরচ করেছিলাম, তার পরিমাণও ছিল খুব অল্প। আমি অভিনয়ে সিরিয়াস।

অভিনয়ের গুরুত্ব আমার জীবনে সবচেয়ে বেশি। তাই রেস্টুরেন্টে আমার তেমন ফ্রেন্ডলি থাকা হয় না, বরং সবাই আমাকে একটু ভয় পেয়েই চলে। কাজকর্ম, হিসাব-নিকাশ ছাড়া সেখানে তেমন কথাবার্তাও হয় না। তাই বলা যায়, অভিনয় ছাড়া কাজের জায়গায় আমি অন্য রকম পেশাদার। উন্নতি নিয়ে আমি এত সিরিয়াসলি ভাবিনি, তবে এটা উপলব্ধি করি যে মানুষ এগিয়ে যায় তার কাজের প্রতি ভালোবাসা, শ্রম, সময়-সচেতনতা এবং নিজের প্রতি বিশ্বাসবোধ থেকে।

তাই আমার মনে হয়, মানুষের দ্বারা মানুষ উপকৃত হলে কিংবা অন্তত ক্ষতিগ্রস্ত না হলেই একটা মানুষ সেখানে সার্থক। সে অর্থে মানুষ সফল হয় তখনই, যখন তার আচরণ ও বিশ্বাস দিয়ে অন্য মানুষের মনে জায়গা করে নেয়; অন্যের সঙ্গে তার কমিটমেন্ট ঠিক রাখে। তখনই মানুষ হিসেবে সে সফল। সুত্র : কা.ক.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.