কথা প্যাঁচাই না।
অনেকের ভেতরেই দেখি প্রকৃত মানুষ চিনতে না পারার হতাশা। তাদের চারপাশে অনেক বন্ধু আছে, কিন্তু ভালো বন্ধু তেমন নেই। অনেকেই আবার প্রকৃত বন্ধু মনে করে ভুল ব্যক্তিটিকে বিশ্বাস করে বসে থাকে। ফলাফল-- ভয়াবহ মানসিক অশান্তি।
সব ধরনের মানুষই আপনার পক্ষে চেনা সম্ভব। এর জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। সাথে কিছু টেকনিক জানা থাকলে ভালো।
মানুষ চেনার আপনার হয়তো কোন নিজস্ব পদ্ধতি আছে। থাকলে ভালো।
আমি শুধু আমার পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
১.সম্পর্ক করাঃ হতে পারে বন্ধুত্ব, ভালোবাসা কিংবা সাধারণ যে কোন সম্পর্ক। সবচেয়ে সহজ বন্ধুত্ব করা। এতে করে কাউকে কাছে থেকে দেখার সুযোগ থাকে। খেয়াল করুন, আপনার কাজের আন্তরিকতার ব্যাপারে কতটা শ্রদ্ধাশীল।
আপনার সাথে কখনো বাজে ব্যবহার করতেই পারে, কিন্তু ক্ষমা চাচ্ছে কিনা সেটা দেখুন। আপনাকে গুরুত্ব দেওয়াটা অর্থবহ না। বরঞ্চ কোন গুরুত্বপূর্ণ ব্যাপার তার গোচরে এলে সেটি আপনাকে কিভাবে উপস্থাপন করে(আপনি হয়তো জানেন না) সেটা দেখুন।
২.লেনদেন করাঃ টাকা-পয়সা, বই-পুস্তক, কোন ডকুমেন্ট অথবা যে কোন কিছুই হতে পারে। ধার দিন/ নিন।
ফেরত দেওয়া/নেওয়ার ব্যাপার সময় তার ব্যবহার ভালো করে খেয়াল করুন। লেনদেনের দ্বারা কারো ভিতরটা ভালো করে পড়া যায়।
৩.আত্মীয়তা করাঃ আত্মীয়তার জন্য বিয়ে-শাদীই প্রধান মাধ্যম। এতে করে কোন ব্যক্তি/ পরিবারকে ভালো করে জানা যায়। সমস্যা হলো, আমাদের দেশে আত্মীয়তা একবার হয়ে গেলে -- বেশীর ভাগ ক্ষেত্রেই মন্দ হলেও মেনে নেওয়া হয়।
তবে আত্মীয়তার দ্বারা কারো ব্যক্তিগত পছন্দ, অভ্যাস, মন-মানসিকতা ইত্যাদি ভালো
করে জানা যায়।
এই তিনটির বাইরে আর কোন মানুষ চেনার পদ্ধতি আমার জানা নেই। আমি আমার পদ্ধতি ব্যবহার করে ৯৯% সফল। তবে দু’মুখো মানুষের জন্য মানুষ চেনার কোন পদ্ধতিই সফল না (আমার মতে)।
বন্ধু হিসেবে সবাইকেই পাশে রাখুন।
কারণ সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। তবে পরীক্ষিত প্রকৃত বন্ধুটিকে আজীবনের জন্য ধরে রাখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।