আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীর অনধিকার চর্চা (একটি স্যাটায়ার)



বাঙালি ত্যানাও পেচাইতে পারে। একটা ছবি নিয়ে যা শুরু হইছে, এতে বুঝা যায় যারা রাজনীতির মাঠে কপচায় আর যারা অনলাইনে দেশ উদ্ধার করে তাদের মধ্যে আদৌ কোন পার্থক্য নাই। আগামী তে কেউ পাদ দিলে ইস্যু গুলা এরকম হতে পারে-- ১ আওয়ামি পক্ষ: ইহা মহান মুক্তিযুদ্ধের পক্ষের মহান পাদ ২ বিম্পি পক্ষ: বাকশালি পাদ। সব নির্বাচন বানচাল করার ষরযন্ত্র ৩ ছাগু : নাউজুবিল্লাহ। নাস্তিক পাদ।

এভাবে দেশের সকল আলেম সমাজের সাথে অবিচার করা হলে এই নাস্তিক পাদে দেশ ডুবে যাবে। ৪ হেফাজত: ওয়াস্তাগফিরুল্লাহ। তেতুল পাদ। আল্লাহর গজব পরেছে দেশের উপর। ৫ বাম পন্থী: বিপ্লবী পাদ।

বিপ্লব অতি নিকটে। কমরেডস আপনারা পাদান্ক অনুসরন করে এগিয়ে যান। জয় নিশ্চিত ৬ মানবতাবাদী : দেশের মানুষ প্রতিদিন কত পাদ দিচ্ছে কে খবর রাখে? আপনি মহান তাই আপনার পাদও মহান। ৭ জনৈক ফেসবুক লুল: এত্তগুলা পাদ ৮ জনৈক টাকলা: উহু পাড। অনেক গন্ডো করটেছে অতপর ত্যানা প্যাচানো চলতেই থাকবে।

তিতা হয়ে গেলে আবার নতুন কোন ইস্যু, এবং উপরোক্ত প্রত্যেক্টি ধাপ পুনরায় বিবেচিত হবে বর্তমানে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও বাংলা ব্লগ গুলা বিশ্লেষন ধর্মী হতে অনধিকার চর্চার মাধ্যম হয়ে উঠেছে। হাজার বছরের বাঙ্গালীর স্বভাবের সাথে মসলা ও মুড়ি মিশায়ে আর অনলাইন একটি মুখোরোচক জল খাবার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।