অন্যের থেকে ও অন্যরকম এমন কিছু করার শখ।
বাঙ্গালির বিশ্বকাপ বাকী রইল কি ?
ব্রাজিল আর আর্জন্টেটিনা দুই ই গেল ছি:
পায়ে খেলা না হয়ে যদি তর্কে পাওয়া যেত,
কাপটা তবে বাঙ্গালীই বারে বারে নিত।
ভিন দেশী সব যায় না চেনা, শুনি শুধু নাম,
তাদের এখন মোদের দেশে অনেক অনেক দাম।
বাঙ্গালিরা হারার দলেই কমর্ফোট ফিল করে,
ক্রিকেটে তো জয়ের কড়া মাঝে মাঝে নড়ে।
আর্জন্টিনা ব্রাজিল যেন দুই সহোদর,
এক মরলে আরেক মরে কাদে আপন-পর।
দুই দলেরই বাদ হওয়াতে খুশি আবাল-বৃদ্ধ,
ফাইনাল খেলা হলে নিশ্চিত বাধঁত গৃহ যুদ্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।