আমাদের কথা খুঁজে নিন

   

মামা বাড়ির আবদার

"তোমার ঐ নষ্ট হৃদয়ের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে ঘৃণায়, অহংকার আর শঠতার অবোধ কাঠিন্যে... হৃদয় ভরে গেছে ময়লা আবর্জনায়। ... আস্তাকুঁড়ে মুখ গুঁজে থাকে খাদ্যলোভী নোংরা কুকুর, আমি কুকুর হতে পারি না, তাই অনেকদিন তোমার খবর রাখি না।"

নিকষ কালো এই আধারে, স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি এ্কা... শিরোনাম দিতে গিয়ে আমার এক্সময়ের খুব প্রিয় একটা গানের লিরিক লিখে দিলাম কন্টিনিউয়েশন হিসেবে। ক্ষমা করবেন। কেবল বলতে চাই, আমি রয়েছি "ওয়াচ" স্ট্যাটাস থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায়।কবে শেষ হবে এই অপেক্ষার? অনেকের মত বলতে ইচ্ছা করে, "কমেন্ট করবার মুঞ্চায়" মনে যখন চাইছে একটু করতেই দেন না। মডু মামাদের কাছে মামাবাড়ির আবদার করতেছি। আবদার রক্ষা করা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।