থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
পর্ব – ০১
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি
... সে যে আমার জন্মভূমি।
বাংলাকে নিয়ে মধুর এমন অনেক কবিতা আর গান রচিত হয়েছে। বাংলার রূপে মোহান্ধ কোন কোন কবি এমন সব কথা লিখে গিয়েছেন, তাও প্রায় শ’ খানেক বছর হতে চললো কতগুলোর ক্ষেত্রে, তার হিসাব বোধহয় বাংলা সাহিত্যের অনেক শিক্ষার্থীরাই ঠিক মত জানেন না! আমাদের দেশ সবুজ-শ্যামল – এ কথা শুনে শুনে বড় হয়েছে আমাদের অনেক প্রজন্ম।
আজ স্বাধীনতার চল্লিশ বছর পরে এসে আমাদের বিচার করতে হচ্ছে, আসলেই বাংলা কেমন দেশ?
আমাদের মধ্যে যাঁরা বিদেশে থাকেন, তাদের প্রায়ই শুনতে হয়, আচ্ছা তোমাদের দেশটা কেমন? আমাকেও একই কথা শুনতে হয়েছে, অনেক বার, বার বার।
আমি ছাত্র ছিলাম বিদেশে, তাই ছাত্র মহলে আমার দেশ সমন্ধে অনেক কিছু জিজ্ঞাস্য ছিল অনেকের। সেই সাথে ছিল ভারতীয়দের অবজ্ঞা, ছিল পাকিস্তানিদের বিবষিমা মাখা তাচ্ছিল্য।
কিন্তু এখন অনেক দিন পরে যখন ভাবি, তখন খুব হাসি পায়। আমাদের দেশ সমন্ধে কারুর কোন খারাপ মন্তব্য মাটিতে পড়তে দেই নাই আমার বিদেশে অবস্থান কালে। সব সময়ে উচ্চে তুলে ধরে রাখতে চেয়েছি আমাদের দেশের গর্বকে।
সব সময়ে বলতে চেয়েছি, আমাদের দেশের মত এমন সুন্দর, মমতা মাখানো দেশ আর কোথাও খুঁজে পাবে না তুমি। বলেছি, আমাদের যে পরিমাণের দরিদ্র বলে প্রচার করা হয়, আসলে সেই দারিদ্র্য এখন আর দেখা যায় না। আমাদের দেশের সবাই দেশ গড়ার কাজে এমন ভাবে নিমগ্ন, তা যখন তুমি আমাদের দেশে যাবে, দেখতে পাবে।
আমার মুখে কথায় তো আর বিদেশিদের চিড়ে ভিজে না। তারা হয় তো তাদের পুরোনো ধ্যান ধারনা থেকে খানিকটা সরে এসে একটু অন্য ভাবে ভাবতে শুরু করে বাংলাদেশ সমন্ধে।
এর বেশী আর কিছুই পরিবর্তিত হয় না আমাদের। বাংলাদেশ যে গরীব, সেই গরীবই থেকে যায় সবার কাছে।
কিন্তু এখন অনেক সময়ে কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করি, আচ্ছা, আসলেই আমাদের বাংলা কেমন দেশ?
তখন আমি খেয়াল করি, আমাদের দেশ আসলেই অনেক কিছু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।