মাথার গিজ-গিজ
বিয়ে নামক চুক্তিটি ইসলামিক দৃষ্টিকোন থেকে খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয়। আরবিতে 'জাওয়াজ' এর শাব্দিক অর্থ থেকে তা কিছুটা অনুধাবন করা যায় । যেমন 'বর' শব্দটির অর্থ আরবিতে 'জাওজ' (زوج) ও 'কনে' শব্দটির অর্থ আরবিতে 'জাওজাহ' (زوجة)। উভয় শব্দের উৎপত্তি আরবি শব্দ 'জাওয়াজ' (زواج ) বা বিয়ে থেকে। এখানে উল্লেখ্য যে বাংলা ও ইংরেজিতে এই তিনটি শব্দের উৎপত্তি ভিন্ন উৎস বা উৎপত্তিস্থল থেকে।
এবার মূল প্রসঙ্গে আসা যাক। ইসলামিক দৃষ্টিকোন থেকে বিয়ে 'যায়েয' (পরিপূর্ণ, বৈধ) হবার জন্য তিনটি 'আরকান' (স্থম্ভ) এবং পাঁচটি 'সুরুত' (শর্ত) রয়েছে। এর যেকোন একটি পূর্ণ না হলে ধরা যায় বিয়েটা যায়েয নয়।
তিনটি স্থম্ভ হল-
১) দুই পক্ষকে সব প্রকার, সেই সকল বাধা থেকে মুক্ত থাকতে হবে যা বিয়েকে অবৈধ করতে পারে, যেমন কনে বরের মধ্যে 'মাহরাম' (নিকট আত্মীয়তা) সম্পর্ক, বর অমুসলমান ইত্যাদি।
২) কনের 'ওয়ালি' (অভিবাবক) থেকে 'ইযাব' (প্রস্তাব) আসতে হবে।
৩) বর বা তার কোন প্রতিনিধীর কাছে কনের 'কবুল' (সম্নতি) পৌছাতে হবে।
পাচটি শর্ত হল
১) বর এবং কনেকে সুস্পষ্ট ভাবে তাদের নাম, ঠিকানা ইত্যাদি দিয়ে বর্ননা করতে হবে।
২) বর এবং কনেকে এক অপরের প্রতি সন্তুষ্ট হতে হবে - বুখারী থেকে উদৃত, নবী (সঃ) বলেছেন 'কোন নারীকে (কুমারি, বিধবা বা তালাকপ্রাপ্ত) তার সম্নতি ছাড়া বিয়ে করানো যাবে না'।
৩) যে কনের পক্ষ থেকে প্রস্তাব করবেন তাঁকে কনের অভিবাবক হতে হবে। আল-তিরমিদী থেকে উদৃত, নবী (সঃ) বলেছেন,'যে নারী তার অভিবাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিয়ে বৈধ না'।
৪) বিয়েতে দুজন সাক্ষী থাকতে হবে।
৫) অতি গুরুত্বপুর্ণ বিষয় যে বিয়ের খবরটা ঘোষনা করা, সেটা পরিচিতদের নিমন্ত্রন করে বা অন্য কোন ভাবে।
এখানে বোঝা যাচ্ছে যে চুরি করে বিয়ে যেমন বৈধ না তেমনি জোর করে বিয়ে করানোও বৈধ না।
এবার দেন-মোহরের বিষয়টা-
সুরা নিসা-আয়াত ৪- 'আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে, তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। '
অন্য মুসলিম দেশে কনেকে মোহর (টাকা-পয়সা, গয়না-গাটি) দিয়ে দেওয়া হয় বিয়ের আগে।
এই মোহর একমাত্র কনের নিজের জন্যে। কিছু দেশে এই মোহর কনের অভিবাবক নিয়ে নেন আবার কিছু দেশে বর কনেকে বিয়ের আগে এই মোহর দেন না। উভয় রিতি ইসলামিক না এবং বর্জন করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।