আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি নামক সার্কাস

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। আজ অজথাই চারপাশে এতো প্রতিবাদ এতো বিক্ষোভ। কেন নাগরিকতার এতো ঘৃণ্য ব্যবহার? গনতন্ত্রের নামে আমাদের চোখে কি ধরনের ধূলিকণা ছড়িয়ে দেয়া হচ্ছে। মারামারি, হানাহানি, ভাংচুর এগুলই কি সব সমস্যার সমাধান? তারা এই প্রথা টা চালু করেই রাখবে আর আমাদের সরকার বসে বসে সার্কাস দেখবে।

কেউ মারা গেলে আমাদের প্রধানমন্ত্রী একটু শোক প্রকাশ করবে। আর যেই নিরপরাধী অসহায় মানুষ গুলো মারা যাচ্ছে আহত হচ্ছে তাদের কি এগুলো প্রাপ্য ছিল? তারা কি দোষ করেছে? হরতাল বিক্ষোভ মিছিল এগুল হলেই রাস্তায় মারামারি, ভাংচুর কেন? প্রতিবাদ প্রকাশ করার একটাই মাধ্যম। আমরাই মনে হয় পৃথিবীর একমাত্র প্রজাতি যারা নিজ প্রজাতির মধ্যে হত্যাকাণ্ড ঘটাই। এভাবে নিরিহ নাগরিকদের উপর ধ্বংসযজ্ঞ চালানর অধিকার পৃথিবীর কোন দেশের কোন সংবিধান দেয় নাই। প্রতিবাদ কর ভাল কথা টিভি তে যাও, মঞ্চে উঠ, সভা কর,নাগরিকদের মত নাও তা না করে ভাংচুর,মারামারি তারপর রাতে বসে দলের লোকজন মিলে পার্টি।

এই হল আমাদের রাজনিতি,আমাদের গর্বের দেশ। বোধ হয় এই জন্যই শহীদেরা নিজের জানের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিল। ধিক্কার বাংলাদেশের রাজনীতির উপর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.