দুপুর বেলার বৃষ্টি শেষে
সূর্য যখন দিল উঁকি,
চাঁদ বলল, লক্ষীসোনা
এবার তুমি নাওনা ছুটি!
কাল সকালে উঠবে নাকি?
চাঁদ শোধায় সূর্যকে,
সূর্য বলে, সকাল হলেই,
দেখতে পাবে বৃষ্টিকে!
কারণ হচ্ছে
সকাল হলে-
সকাল বেলার স্নানটি আমার
সারতে হবে †‡যে!!!
আমি বলি,
এসব কথা সত্যি নাকি রে?!
স্নানটি হলো সারা,
এবার বলো, ক্যামনে করি
গা শোকানোর পালা?
গা শোকতে চাই যে আমি
বৃষ্টি করতে ছাড়া!
চাঁদ বলে-
ক্যামনে করবে তাহা?
সূর্য বলে-
মেঘরে দিব তাড়া
তাড়া খেয়ে মেঘ যে যাবে
ঘুমের দেশের পাড়া,
মেঘ ঘুমালে বৃষ্টি তখন
এমনি হবে ছাড়া!!
এই না শোনে চাঁদ বললো
বাহ্, বাহ্, বাহ্ বাহা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।