আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু নামক কল্পদৃশ্য

ভাঙা স্বপ্নে কান্নার রং মেশিয়ে আমার সৃষ্টি

আমি সেই শেষ গল্পের নায়ক কিংবা আমি নামক নায়কের এটাই শেষ কবিতা, হয়ৎ নষ্ট কোনো অতীতের বিবর্ণ হাতছানি নয়তবা ধূসর অতীত বলেই তা নষ্ট নামে অবিহীত। ভ্রান্ত আমার মাঝে বিভ্রান্তিকর হতাশা অতীতের নষ্ট উদ্দেশ্যে আটকে থাকা সত্যটা, আশা নামক কল্পদৃশ্যের হতাশ প্রতিচ্ছবি ভাঙা সপ্নে কান্নার রং মেশিয়ে আমার সৃষ্টি। মৃত যত আত্মাদের নিয়ে মৃত্যুর অন্বেষন আমাবশ্যা রাতে কালো মেঘের দেশে নিরব সম্ভাষন, নিয়তির কালো হাতের ছোয়ায় নষ্ট হওয়া দেহ অন্ধ পথের অন্ধকার সীমানায় মৃত্যুর আমরন খোজ। অনেক দুরে আলেয়ার বেশে নতুন দিগন্ত হাতছানি দেয় অতীতের ঘুনে খাওয়া স্মৃতি, মুছে যাওয়া সে হাতের রেখায় খুজে ফেরা অতি অনাকাঙ্খিত তবে কল্পনাময় মৃত্যুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.