আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্কার টু মডু নামক ষ্টুপিডদের

আমি বাংলাদেশকে ভালবাসি। দেশ কারো একার নয়। দেশ আমার আপনার সকলের। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বরাস্ট্রমন্ত্রী ম খা আলমগির একজন আলোচিত চরিত্র। প্রতিদিন সংবাদপ্ত্র ও টেলিভিষন খুললেই তার সম্প্ররকে নানান কথা শুনা যায়।

আমাদের ব্লগও তার ব্যতিক্রম নয়। আর সবার মতো আমিও জনসচেনতা মুলক দুটো ব্লগ লিখেছিলাম। সেখানে মায়েরে বাপ জাতীয় কোন গালাগালি ছিলনা। অথচ সেই দুটো লেখার পর থেকে আমার আইপি ব্যান করে রেখেছে। যে স্থান থেকে আমার দুটো লেখা প্রকাশিত হয়েছিল সেখান থেকে আমি আর লগ ইন করতে পারছি না।

কি সেলুকাস আমাদের সামুর এই মডুবৃন্দ। তারা কি ছাত্র লিগের কুসন্তান হয়ে মডুতে এসেছে? আবারও বলছি ধিক্কার ধিক্কার ধিক্কার সামু এবং জানা মেডাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.