সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com
১।
জরুরী অফিসিয়াল প্রয়োজনে আজ বংগবন্ধু মেডিকেল কলেজ এন্ড হসপিটালে যেতে হয়েছিল সাবেক পিজি হাসপাতাল, এই নাম সহজে ভেলানো যাবে না। আমার অফিস থেকে দূরে নয়, হাঁটা পথ। কিন্তু গরম ও হাঁটার অসুবিধায় রিক্সা নিতে হল। ভাড়া বিশ টাকা।
আজকাল রিক্সা বিশ টাকার নীচে কোথায়ও যেতে চায় না। বিশ টাকার কম দিলে কেমন অসহায়ের মত চেয়ে থাকে! সাহস থাকলে বলে, বিশ টাকার নীচে খেপ টানলে পোষায় না। দ্রব্যমুল্যের কারনে হয়ত!
২।
পিজি হাসপাতালে ব্লক বি তে আমার কাজ ছিল। হাসপাতালে প্রবেশ করে মানুষের/ রোগীর ভীড় দেখে, আমি তাজ্জব।
এত রোগী! মানুষ মানুষের একদম গিজি গিজি! ব্লক বি পিজি হাসপাতালের পুরানো ব্লক। করিডোর দিয়ে দুইজন মানুষের হাঁটা চলা কষ্ট কর। আল্টাসোনো বিভাগে লাইন দেখে মাথা ঘুরে পড়ে যাবার দশা। গরীব মানুষ গুলো আর যাবে কই! গননা করি নাই, তবে ছয় সাত জন কে বমি করতে দেখলাম। সময় মত চিকিৎসা পাচ্ছে না।
আমার কাজ ছিল মাইক্রোবয়লজি বিভাগে, অধ্যাপক সাহেবকে পেয়ে গেলাম।
৩।
কাজ শেষে বের হয়ে গেলাম। ভাবলাম হেঁটে পরিবাগের ভিতর দিয়ে চলে আসব। ফাইভ স্টার শেরাটনের সামনে গিয়ে দেখি রাস্তা বন্ধ।
ট্রাফিক হাত তুলে দাঁড়িয়ে আছে। শাহবাগের সব গাড়ী, যানবাহন বন্ধ ফার্ম গেইটের দিকে। একদম ফাঁকা। রাস্তায় কাউকে নামতে দিচ্ছে না। নামলেই লাঠি উঁচিয়ে থামিয়ে দিচ্ছে।
আমি বাম পাশ দিয়ে হেঁটে চলছি, দেরী করা যাবে না, অফিসে অনেক কাজ। পেট্রোল পাম্পের কাছে আসলে থামতেই হল। মটর সাইকেলে সহ ভেপুর শব্দে পিছনে ফিরে তাকাই। বিরাট গাড়ী বহর। দাঁড়িয়ে গন মানুষের সাথে দেখতে লাগলাম।
তখন বেলা বারটা বাইশ মিনিট। আমাদের রাষ্ট্রপতি এই পথ দিয়ে যাচ্ছেন কোথায়ও। সাদা সফেদ মার্সিডিস গাড়ীতে তিনি বিশাল বহর নিয়ে একদম যানজট মুক্ত খোলা রাস্তায় তিনি নিমিশে চলে গেলেন!
৪।
মানুষের রাস্তা পারাপার শুরু সহ হাঁটাহাঁটি চলছে পুনরায়। কিছু মানুষের এমন সব গালাগাল শুনছিলাম, যা আপনাদের আমি বলতে পারব না।
কানে তালা দিয়ে যাবার অবস্থা। সব চেয়ে সহজ কথাটা শুনছিলাম, ( ) মানুষকে ভয় পেলে রাষ্ট্রপতি হয়েছিস ক্যান! লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিতে রাস্তায় নামিস ক্যান! হেলিকাপ্টার ব্যবহার করতে পারিস না! ঘাড় ফিরে দেখলাম, কথা গুলো বলছে একটা মেয়ে, পাশে আর একটা মেয়ে। একজন মোটা, অন্যজন পাতলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।