গত কয়েকদিন শেয়ারবাজার পতন বিষয়ক কয়েকটা ব্লগ পড়লাম সাথে পড়লাম কিছু হতদরিদ্র কমেন্ট ও। আবালগুলা বুঝুক আর না বুঝুক কোন কিছু বিচার বিবেচনা না করেই ঢালাওভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষেদগার করে গেল, এদের সাথে আমি মাল সাহেবের কোন পার্থক্য খুজে পাই না।
কেউ বলল বিক্ষোভের সমায় পুলিশ কোথায় ছিল ? ধরে ধরে পেটালো না কেন ? দুই চারজন এসে আবার সেনা বাহিনী নামিয়ে দিল ! হা হা প গে। বেকুবের ছাও।
পিটাইলে ভোটের সময় খালি থালা নিয়া ভিক্ষা চাইতে যাইব কোন মুখে ?
ইনডেক্স ৯০০০ থেকে ঠেলা দিয়া ৩০০০ এ নামানো লাগবে কেন ? ৫০০০ এর উপর যখন উঠল তখনই এর লাগাম টেনে ধরা হইল না কেন? তখন অর্থমন্ত্রী, ডিএসই, এসইসি’র কর্তারা বসে বসে কারগুলা ছিড়ছিল? এখন বড় বড় ডায়ালগ মারতেছে।
ভালো শেয়ার কিনুন ধরে রাখুন, হ্যান হবে ত্যান হবে, সপ্তাহ শেষে মার্কেট স্টেবল হবে, কই কোথায় সেগুলা? বহুত বড় বড় কুতুবের কথা আর দেখানো রাস্তা ও কাজে লাগে নাই আর মাল সাহেব আর ওনার ডিএসই, এসইসি এর কর্তারা তো ছাগলের তিন নাম্বার ছাও। সব চেষ্টা বিফল, সব বুলশিট।
পাবলিকের পকেটের টাকা গেছে ফলে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, মারামারি পারাপারি করছে সেইটা বিরাট গুনাহের কাজ হইছে, মহাভারত অশুদ্ধ হইছে আর আমাদের খালেদা জিয়ার সরকারী বাড়ি যখন আবার সরকার জোর করে নিয়ে গেছে তখন হরতাল দিছে, গাড়ি ভাংছে, মানুষ মারছে সেইটা বিরাট সওয়াবের কাজ হইছে। আর সেই সওয়াবে ভাগিদার হইছিল আজকের এই সব লোকজন যারা বিনিয়োগকারীদের লস নিয়ে মজা পিটানো কমেন্ট করছে।
সামনে বিশ্বকাপ, কিন্তু শেয়ার বাজার ইস্যুতে যে কোন রকম অঘটন বা বাজে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
লোকজনের পকেটের টাকায় যখন টান লাগবে তখন তারা ঘরে বসে বিশ্বকাপ খেলা দেখবে আর বাংলাদেশ দলের সাফল্যে তালি বাজাবে না। তারা রাস্তায় নামবেই। সব ইস্যুতেই এসব হয়।
আমাদের বিরোধী দলগুলা সব সময় নিজের আখের গোছাইতে ব্যস্ত থাকে লোকজনের কথা, তাদের ভাল মন্দ দেখার সময় কই। সব কিছু নিয়া ওনারা রাজনীতি করেন।
পাবলিক যখন রাস্তায় নামে তখন ওনারা বসে বসে তামাশা দেখেন আর সব শেষ হয়ে গেলে সেটা নিয়ে রাজনীতি করেন, কথার ফুলঝুরি ছোটান আর ক্রেডিট নিতে আসেন।
প্রধানমন্ত্রী/অর্থমন্ত্রী সহ ওনারদের আবাল সহযোগীদের বলে রাখি, আমার পকেটের টাকা লুট হইছে, আমার ভালো ভালো শেয়ারের দাম তলানিতে পৌছেছে। এর জবাব আমি আদায় করে ছাড়ব। আসবেন না আমার দরজায় নির্বাচনের সময় ভিক্ষা চাইতে? আমার ছেড়া জুতা জোড়ায় বিষ্ঠা মেখে আপনাদের কপালে মারার জন্য প্রস্তুত রাখব। আবেগ দেখিয়ে ক্ষমতায় আসার দিন কুত্তায় খাইছে।
দেখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।