আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ৩: মানিকছড়ি ও রামগড়ে ১৪৪ ধারা

কি বলব

জেলার মানিকছড়ি ও রামগড়ের জালিয়াপাড়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যে খাগড়াছড়ি-ঢাকা ও চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এলাকায় পুলিশের পাশাপাশি সেনাটহল জোরদার করা হয়েছে। জানা গেছে, বিকেল পৌনে ৩টার দিকে জেলার গুইমারার বড়পিলাক এলাকায় বাঙালিরা পাহাড়ে কাজ করতে গেলে পাহাড়িরা বাধা দেয়। এতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ বেধে যায়।

পরে এ সংঘর্ষ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও নোয়াব আলী মারা যায় এবং ৭ জন আহত হয়। আহতদের মানিকছড়ি হাসপাতালে নেয়া হলে অজ্ঞাত একজন মারা যায়। ঘটনার পর জেলার মানিকছড়ি উপজেলার মহামনিতে মারমা সমপ্রদায়ের একটি গ্রামে অগি্নসংযোগের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় উপজেলা প্রশাসন সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আবু কালাম ছিদ্দিক রাত সাড়ে ৮টায় জানান, ঘটনায় তিন জন নিহত হয়েছে। ঘটনার পর মানিকছড়ি ও রামগড়ের জালিয়াপাড়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.