মাথায় গল্পটা ভালো ছিলো, লেখতেছিলাম ও ভালো। হঠাৎ করে থিমটা এলোমোলো হয়ে গেল, একসময় মনে হয়েছিল লেখবো না। আবার মনে করলাম যা আছে তাই-ই লিখবো, তারপর লিখলাম, তেমন ভালো হয়নি।
গত বারের জমির মিয়া এবারও মেম্বার পদপ্রার্থী,, গত নিবার্চনে সে সালাম মাষ্টারকে পরাজিত করে মেম্বার নির্বাচীত হয়ে সবাইকে অবাক করে দিয়েছে। সেই নির্বাচন নিয়া ইউনিয়নের এমন কোন ঘর নাই যে আলোচনা হয় নাই।
সবাই অবাক হয়ে গেছে , কিভাবে জমির মিয়ার মতো একজন লোক জয়ী হয়ে গেল।
গত নির্বাচনে তার ইশতেহারগুলো নিয়ে আলোচনা করা যাক:::
সে প্রতিটি মঞ্চে-- আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি আপনাদের সকল আশা পুরন করে ছাড়বো ইনশা-আল্লাহ। আপনাদের দাবি দাওয়াগুলো শুধু আমাকে বলবেন- আপনাদের আর কিছু করতে হবে না, যা করার আমিই করবো। গ্রামের পুলাপাইন যাতে ঠিক মতো খেলাধুলা করতে পারে সেইজন্য প্রতিটি ঘরে ঘরে মাঠ বানাইয়া দিমু, প্রতিটি ঘরে ঘরে আলোর ব্যবস্থা কইরা দিমু, আমি গ্রামকে যৌতুক মুক্ত করবো যাতে কেউ যৌতুক না দেয়, আর না নেয়,
অথচ. মেম্বার হবার সাথে সাথে যৌতুক নিয়ে ছেলেকে মুন্সী বাড়ি বিয়া করাইলো,---তা আবার গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার ছেলের মতো ছেলেই হয় না, দেখছো আমিন কাজী, আমার ছেলে কত ভালো, বিয়াতে কিছু চাইলাম না অথচ মাইয়গো বাড়ি থাইকা কত্ত কিছু দিয়া দিলো।
:: রুহুল চাচা জমির মেম্বারকে শুধু একবার বলেছিল, জমির ভাই আমাদের গ্রামে তো অনেকেই ক্ষেতে খামারে কাজ করে, তাদের লেখাপড়া করার ইচ্ছা থাকা সত্ত্বে ও কাজের কারনে দিনের বেলা স্কুলে যেতে পারে না।
তাই আমি বলছিলাম কি, যদি আমাদের গ্রামে একটা নৈশ স্কুল করা যেত তাহলে অনেক উপকার হতো।
জমির মিয়া তার জিহবায় কামড় দিয়ে রুহুল চাচাকে বলল, কি মিয়া তুমি কি আমারে মারবা নাকি, । যেখানে এম.পি, মন্ত্রীরা একটা স্কুল করতে হিমশিম খায় সেখানে তুমি মিয়া আমারে কয় কিনা নয়শ স্কুল বানাইতে, আমার পক্ষে নয়শ স্কুল বানানো সম্ভব না।
:; রুহুল চাচা জমির মিয়াকে আর কিছু বলল না, শুধু তার দিকে চেয়ে রইল।
কিন্তু সেই জমির মিয়াই মেম্বার পদে নির্বাচিত হয়েছেন।
বড়ই অবাক করার বিষয়।
আমাদের সেই জমির মিয়া এবারো মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।