আমাদের কথা খুঁজে নিন

   

জমির মালিকানায় হাং সাং

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

জটিল সমস্যায় মানূষ। টাকা দিয়ে জমি কিনে । তার সাথে কিনে একগাঁদা কাগজ যা জমির মালিকানা সনদ হিসাবে পরিচয় প্রদান করে। যা গরিব দেশের মামলা মোকদ্দমা হানাহানী একটি প্রধান কারণ। জমির মালিকানায় জমির স্বত্বনিয়ে প্রায়ই দাবিদার গজিয়ে উঠে।

নগর বন্দর গ্রাম প্রায় সব অঞ্চলে এক শ্রেণীর অসাধু দালাল চক্র গজে উঠেছে। যারা গরীব অশিক্ষিত অসহায় মানুষের সম্পদ নিয়ে এক প্রকার টাউটারী কাজে লিপ্ত। এই সেক্টরের একশ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী এর সাথে সংশ্লিষ্ট আছেন। এই সমস্যার সমাধান ডিজিটাল পরচা নয়। শুনলাম সাভারে নাকি এই প্রক্রিয়া শুরু হয়েছে ।

প্রক্রিয়া যদি সমাধানের উদ্দেশ্যে শুরু হয় এবং সরকারের আন্তরিকতায় হয়তো শুরু হলো তবে তা একমাত্র সমাধান নয়। তার সাথে আছে অনেক জটিল সমীকরণ। এই প্রক্রিয়া পুরোপুরি বাস্তব সম্মতভাবে সফল করতে হলে সরকারকে সবার আগে মালিকানা স্বত্ব বাতিল করতে হবে। এ সংক্রান্ত আইন আমাদের দেশের উপযোগী করে সংশোধন করতে হবে। এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জমি সংক্রান্ত সমস্যা হতে মুক্ত রাখবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.