আমাদের কথা খুঁজে নিন

   

জমির মায়ায়

কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত

লিও টলস্টয় এর লেখা জমির মায়ায় এর সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি। পাহম নামে এক ব্যক্তি ছিলো। যার জমির প্রতি ছিলো অনেক লোভ। জাওগা-জমি পেলেই তাতে সে খুশি। গ্রামে এক মহিলা ছিলো, তার তিনশ একর জমি ছিলো।

সব জমি বিক্রি করে দিবে ঐ মহিলা। পাহম চিন্তা করলো, নিজের জন্যে এই সুযোগে কিছু জমি কিনে রাখা উচিত। গুরু-ছাগল বিক্রি করলো, কিছু টাকা ধার করলো, তারপর অধের্ক রুবল দিয়ে পঞ্চাশ একর জমি কিনলো, আর বাকিটা পরে শোধ করবে। পাহম এখন নিজের জমিতে চাষ করে, তার অন্য রকম ভালো লাগছে। কিছু দিন পরে আবার কয়েক মাইল দূরে কোন এক সম্ভান্ত ব্যক্তি তার জাওগা-জমি বিক্রি করবে।

পাহম আবারো, আরো কিছু জাওগা-জমি কিনে ফেললো। আগের চেয়ে অনেক বেশী জাওগা। তার তো আর আনন্দ ধরে না। জমিও আবাদী, অনেক ফসল হয়। পাহম এর দিনকাল ভালোই যাচ্ছিল।

হঠাৎ পাহম জানতে পেল, কোন এক বেদের সরদার অনেক অনেক জাওগা-জমি বিক্রি করবে। পাহম তো মহা চিন্তায় পড়লো। তাহলে তো একবার দেখে আসতে হয়। পাহম দেখতে গেল এবং জমি দেখে সে তো মহা খুশি। ঠিক আছে, সে সরদার এর সাথে কথা বললো, জাওগা-জমি সব কিছু কাগজে-কলমে লিখে দিতে হবে।

বেদের সরদার রাজি হলেন। পাহম: জমির দাম জানতে চাইলো? সরদার: আমাদের জমির দাম সব সময়ই এক এক দিনে এক হাজার বুরল। পাহম: ঠিক বুঝলাম না। সরদার: আপনি একিদনে যতটুকু জমি ঘুরে আসতে পারবেন, তা আপনার হবে। দাম কিন্তু এক হাজার রুবল।

পাহম: তাই নাকি? আনন্দে আত্নহারা অবস্থা অবস্থা সরদার: তবে শর্ত একটা আছে। ভোরে যেখান থেকে শুরু করবেন, সূর্য ডুবার আগে আবার সেখানে এসে পোছতে হবে। সারারাত পাহমের ঘুম আসলো না। চিন্তা করছে... সে একদিন পয়ঁত্রিশ মাইল হেটে আসতে পারবে, আর সব জমি তার হবে। খুব ভোরে পাহম বেরিয়ে পড়লো।

আর চলতে শুরু করলো। একটু পর পর, কোদাল দিয়ে মাটি খুড়ে ঢিবি বানিয়ে আবার সামনের দিকে এগিয়ে যায়। এভাবে করতে করতে বিকাল হয়ে এল। পাহম অনেক ক্লান্ত। আর কিছু পরেই সূয ঢুবে যাবে।

পাহম এর শরীরে আর একটুও শক্তিও নেই। পা গুলোতে শক্তি পাচ্ছে না। আর একটু এগুলো, তার ঐ সীমানা। সূযৃ ডুবু-ডুবু, অনেক কষ্ট করে পাহম সীমানায় পে্যছল আর মাটিতে পড়ে গেল, মুখ দিযে রক্ত গড়িয়ে পড়ছে গল-গল করে এবং সংঙ্গে সঙ্গে শেষ নি:শ্বাস ত্যাগ করলো। সবাই শোকাহত হলো, আর পাহমের জন্যে কবর খুড়া হলো, আর তাকে কবরে শুইয়ে দেওয়া হলো, পা থেক মাথা আবধি ছ্থফুট জমির দরকার হলো পাহমের জন্যে।

এই ছ্থফুট জমি এখন পাহমের। লিও টলস্টয় এর লেখা ''জমির মায়ায়''লেখাটা গত কয়েক দিন আগে ছোট বোনের বই থেকে পড়লাম। আরো কিছু লেখা আছে... দেখি সময় পেলে আপনাদের সাথে শেয়ার করবো। এখন এই গুলো পড়ে খুব মজা পাচ্ছি...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.