আমাদের কথা খুঁজে নিন

   

জাপানি সেকেন্ডহ্যান্ড গাড়িতেও

আমি বাংলার...।

রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দরের শুল্ক কর্মকর্তারা বলেছেন, জাপান থেকে আমদানি করা সেকেন্ডহ্যান্ড ৫০টি গাড়িতে মাত্রাতিরিক্ত তেজস্ত্রিয়তা থাকায় তা খালাস করতে দেয়া হয়নি। এ সব গাড়িতে স্বাভাবিক মাত্রার ছয়গুণ বেশি তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তবে, এ গাড়ি নিয়ে কি করা হবে এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এদিকে, রুশ এ বন্দরে গড়ে প্রতিদিন প্রায় ৩০০ সেকেন্ডহ্যান্ড জাপানি গাড়ি খালাস করা হয়।

তেজস্ক্রিয়তাযুক্ত গাড়ির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেয়া হলে সেখানে স্থান সংকট দেখা দেবে বলে রুশ বন্দর সূত্র জানিয়েছে। ভূমিকম্প ও সুনাতিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কিলোমিটারের মধ্যে নিহতদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ওই এলাকায় অন্ততঃ এক হাজার মৃতদেহ আছে বলে মনে করা হচ্ছে। তবে তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকায় ওই এলাকায় এতদিন তল্লাশি চালানো হয়নি। তিন শতাধিক পুলিশ তেজস্ক্রিয়তারোধক পোশাক পরে তল্লাশি শুরু করেছে।

তেজস্ক্রিয়তার মাত্রা কমে যাওয়ায় এ তল্লাশি চালনো সম্ভব হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, জাপানের প্রধান বিরোধীদল দেশটির প্রধানমন্ত্রী নাওতো কানের পদত্যাগের দাবি করেছে। ভূমিকম্প, সুনামি এবং পরমাণু সংকট মোকাবেলায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ দাবি করা হয়। সুত্রঃ http://www.ukbdnews.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.