আমাদের কথা খুঁজে নিন

   

জাপানি শিশুদের গুণন

আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়। চার রঙের সাতটা দাগ টেনে তারপর ছেদবিন্দুগুলো গুনেই গুণফল বের করে ফেলা হলো!!! বুঝতে পারলেন? কিভাবে চার রঙের দাগ টেনেই ১৩*১২=১৫৬ বের হয়ে গেলো? বুঝতে পারেননি? সমস্যা নেই! মূল ব্যাপারটা হলো কালার কোড! আমরা অনেক জায়গাতেই কালার কোড ব্যবহার করি, কিন্তু সংখ্যা বোঝাতে কালার কোডের ব্যবহার কখনও কেউ দেখেছি কি? যাই হোক, এখানে কালার কোড দিয়ে একক এবং দশকের ঘর বোঝানো হচ্ছে। লাল দাগ মানে একবার দশ এবং সাথের তিনটা নীল দাগ হলো তিন, মোট তেরো। একই ভাবে সবুজ এবং দুটো কালো দাগ হলো একদশ দুই বারো! এগুলোকে একটার উপরে আরেক সেট দাগ টানলে যে ছেদবিন্দুগুলো পাওয়া যায় সেগুলোও কালার কোড ধরলেই গুনফল বেরিয়ে পড়ে। যেহেতু লাল এবং সবুজ দুটোই দশক বোঝাচ্ছে তাই তাদের ছেদবিন্দু বোঝাবে শতক, আর যে কয়টা এই রঙের ছেদ বিন্দু পাওয়া যাবে সেই কয় শত হলো আমাদের গুনফলে থাকবে। একই ভাবে, সবুজ এবং নীল রঙের রেখাগুলোর ছেদে পাওয়া যাবে দশক। ঠিক একই ঘটনা ঘটবে লাল এবং কালো রেখাগুলোর জন্য। এগুলোর মোট হলো আমাদের গুণফলের দশকের ঘরের অংকটা। এরপর, কালো আর নীল যেহেতু একক বোঝায় তাই তাদের ছেদবিন্দুগুলো এককই বোঝাবে, এদের গুনে নিয়ে এককের ঘরে বসালেই আমাদের গুণ ফল পেয়ে যাবো! এবার এই কায়দা দেখিয়ে চমকে দিন আপনার ছোট ছোট ভাই বোন দের, অথবা ক্লাসে দেখিয়ে তাক লাগিয়েও দিতে পারেন! কৃতজ্ঞতা: উইলিয়াম সি. এবং ফেসবুক  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.