আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মির্জাপুর



প্রিয় মির্জাপুর আসাদুজ্জামান বাবুল সবুজ যেথায় শেষ হয় না,সোনাতে ভরপুর হাজার স্মৃতির ঐতিহ্য যে,আমার মির্জাপুর জ্ঞানী গুণি মনি ঋণি,যুগ শ্রেষ্ঠ সেরা মির্জাপুরে জস্ম নিয়ে,গর্ব করি মোরা। ৭১এর মুক্তিযুদ্ধেও,দেইনি হতে খর্ব হাজার ভাই জীবন দিল,তাই করি গর্ব। স্বপ্ন সৌরভ জীবন গাথা,দ্বগ্ধ বক্ষ চিড়ে বংশাই নামে ছোট্ট নদী বইলে ধীরে ধীরে ভারতেশ্বরী হোমস্ নিয়ে,গর্ব করি আর কুমুদিনী হাসপাতাল,পাশেই আছে তার। আর পি.সাহা সোনার ছেলে,নেই তুলনা যার মির্জাপুর আমার প্রিয়,আমার অহংকার। পল্লবীর ঐ কুঞ্জবনে,পাখ-পাখালীর সুর সেজে আছে রুপের মেয়ে,আমার মির্জাপুর জ্ঞানের আলোর প্রদ্বীপ জ্বেলে,আঁধার করবো দূর তিমির তিথির নিকশ কেটে,আসবে আবার ভোর জানুক দেশ জানুক সবাই আমার মির্জাপুর ছায়ায় মায়ায় ভালবাসায়,আনন্দে ভরপুর। জানুক দেশ জানুক সবাই,আমার মির্জাপুর সবুজ যেথায় শেষ হয়না সোনাতে ভরপুর হাজার স্মৃতির ঐতিহ্য সে,আমার মির্জাপুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.