আমাদের কথা খুঁজে নিন

   

পঙ্গু বৃদ্ধের পুলসিরাত ভাবনা

আমিই সেই জন, যাকে খুঁজিয়াছ অকারন...

বয়সের ভারে ক্লান্ত পঙ্গু বৃদ্ধ এক ভিক্ষার থালা বাড়িয়ে, রাজপথের এক কোনে চুপটি করে দাঁড়িয়ে। ঘামে ভেজা বগলের নিচে শীর্ণ দু'টো ক্রাচ- তার একান্ত ছায়াসঙ্গী। অতিদীর্ঘ এ জীবন বহুঝড়ে আক্রান্ত; বিপর্যস্ত। রাক্ষুসী ক্ষুদায় ক্ষুদার্ত নদী খেয়েছে গিলে চোদ্দপুরুষ যে জমিটুকু গড়েছিল তিলে তিলে, নব্যবিবাহিত পত্নীর হাত ধরে পর হয়েছে আপন ছেলে। তবুও ক্রাচদু'টো যায়নি দূরে তাকে ছেড়ে। জীবনযুদ্ধে পরাজিত বৃদ্ধকে দিয়েছে দাঁড়িয়ে থাকার আশ্বাস একটি পা নেই বলে তাই দীর্ঘশ্বাস বের হয় না বুক চিড়ে। চারিদিকে এত কোলাহল; প্রানের স্পন্দন বৃদ্ধ শুধু নিজ মনে মগ্ন চিন্তায়। পুলসিরাতের পুল পার হবে কেমন করে এ চিন্তায় চিন্তিত বৃদ্ধ। একটি মাত্র পা নিয়ে মাথার চুলের চেয়ে অতি চিকন পুল পার হয়ে ঐ কুল- কিভাবে সে যাবে?? অস্থির বৃদ্ধের মুখে ক্ষনিকের জন্য বিষন্নতা ভর করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.