আমাদের কথা খুঁজে নিন

   

পঙ্গু হাসপাতালের চিকিত্সক ডান-বাঁ চিনতে ভুল করলেন।



ডান পায়ে আঘাত নিয়ে ভর্তি হওয়া জাহাঙ্গীর খানের বাঁ পায়ে রড ঢুকিয়ে চিকিত্সা করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিত্সকেরা। ভুল চিকিত্সা করার জন্য রোগীর স্বজনেরা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার চিকিত্সকেরা রোগীর ডান পায়ে অস্ত্রোপচার করেছেন। গতকাল সাত সদস্যের চিকিত্সক দল জাহাঙ্গীরের শল্য চিকিত্সা করেন। দলের প্রধান আবদুল গনি মোল্লা প্রথম আলোকে বলেন, রোগীর ডান পায়ের ঊরুর হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।

আর কোমরের বাঁ দিকের অংশে চিড় ধরেছে। অস্ত্রোপচারের পর রোগী আশঙ্কামুক্ত। গত বছরের ২৮ ফেব্রুয়ারি পঙ্গু হাসপাতালে ভুল চিকিত্সার শিকার হন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাইকপাড়া গ্রামের কণিকা রহমান। বাঁ পায়ের গোড়ালির সমস্যা নিয়ে কণিকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিত্সক কণিকার ডান পায়ে অস্ত্রোপচার করেছিলেন।

জাহাঙ্গীর খানের মামা মজিদুল হক অপারেশন থিয়েটারের সামনের বারান্দায় বসে প্রথম আলোকে বলেন, গত শনিবার গাজীপুরে একটি পিকআপ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়, এতে সে ডান পায়ে মারাত্মক আঘাত পায়। আহত জাহাঙ্গীরকে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিত্সক শরিফুল ইসলাম অস্ত্রোপচার করে বাঁ পায়ে রড ঢোকান। পরে রোগী ও তাঁর আত্মীয়স্বজন চিকিত্সককে বলেন, আঘাত ডান পায়ে, বাঁ পায়ে নয়। প্রথমে চিকিত্সক সেটা মানতে চাননি, ভুলও স্বীকার করেননি।

পরে ওই দিনই বাঁ পা থেকে রড খুলে জাহাঙ্গীরের ডান পায়ে লাগান একই চিকিত্সক। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা জানতে চাইলে হাসপাতালের যুগ্ম পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, বিষয়টি তদন্তাধীন। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। জাহাঙ্গীরের ভাই আলম খান বলেন, তাঁরা রোগীকে পঙ্গু হাসপাতাল থেকে অন্যত্র নিতে চেয়েছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সুচিকিত্সার প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁরা থেকে গেছেন। গতকাল প্রায় আড়াই ঘণ্টা ধরে সাতজন বিশেষজ্ঞ চিকিত্সক জাহাঙ্গীরের শল্য চিকিত্সা করেন। রোগীকে মোট চার ব্যাগ রক্ত দিতে হয়েছে। তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের চিকিত্সার শুরু থেকেই বেশ কয়েকটি ভুল হয়েছে। শুরুতে তাঁর বাঁ পা পরিষ্কার করা হয়।

অবেদনবিদ বিশ্বনাথ বাঁ পা অবচেতন করেন এবং চিকিত্সক শরিফুল ইসলাম বাঁ পায়ে রড ঢোকান। তবে, এতে রোগীর মারাত্মক কোনো ক্ষতি হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.